Terms & Condition

Acceptance of Terms

Welcome to Dev Wonder. By using our website and services, you agree to these Terms and Conditions and our Privacy Policy. If you do not agree, please do not use our services.

Services

We provide web development, hosting, design, and digital marketing services. All projects will be executed according to the agreed scope and timeline. Any changes or additional work may incur extra charges.

Payments
  • All payments must be made as per the invoice terms.

  • Services will only begin after receiving the agreed advance payment.

  • Delayed payments may lead to service suspension or cancellation.

Client Responsibilities
  • Provide accurate and complete information required for the project.

  • Respond to communications and approvals promptly to avoid delays.

Intellectual Property
  • All content, designs, and code created by us remain our property until full payment is made.

  • After final payment, ownership of the delivered project transfers to the client.

Limitations of Liability

We are not responsible for:

  • Any loss or damage caused by misuse of services.

  • Downtime due to third-party providers or hosting issues.

  • Data loss caused by client negligence.

Termination

We may suspend or terminate services if:

  • The client violates these Terms and Conditions.

  • Payments are not made on time.

Changes to Terms

We reserve the right to update these terms at any time. Updates will be posted on this page with a revised date.

Contact Us

If you have any questions about these Terms and Conditions, please contact us at info@devwonderbd.com.

Effective Date: 19-December-2024.
শর্তাবলীর স্বীকৃতি

স্বাগতম  Dev Wonder এ। আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহার করে, আপনি এই শর্তাবলী ও আমাদের প্রাইভেসি পলিসি মেনে নিচ্ছেন। যদি আপনি সম্মত না হন, তাহলে আমাদের সেবা ব্যবহার করবেন না।

সেবা

আমরা ওয়েব ডেভেলপমেন্ট, হোস্টিং, ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করি। সব প্রকল্প চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় ও কাজের পরিধি অনুসারে সম্পন্ন করা হবে। অতিরিক্ত কাজ বা পরিবর্তনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

পেমেন্ট
  • সব পেমেন্ট ইনভয়েস অনুযায়ী সম্পন্ন করতে হবে।

  • চুক্তিকৃত অ্যাডভান্স পেমেন্ট পাওয়ার পর সেবা শুরু হবে।

  • দেরি হলে সেবা স্থগিত বা বাতিল হতে পারে।

ক্লায়েন্টের দায়িত্ব
  • সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে।

  • যোগাযোগ ও অনুমোদনের জবাব দ্রুত দিতে হবে যাতে বিলম্ব না হয়।

মেধাস্বত্ব
  • আমাদের তৈরি করা কন্টেন্ট, ডিজাইন ও কোড সম্পূর্ণ পেমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের মালিকানাধীন থাকবে।

  • পূর্ণ পেমেন্ট সম্পন্ন হওয়ার পর প্রকল্পের মালিকানা ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হবে।

দায় সীমাবদ্ধতা

আমরা নিম্নলিখিত ক্ষেত্রে দায়ী থাকব না:

  • সেবা ভুলভাবে ব্যবহারের ফলে কোনো ক্ষতি।

  • তৃতীয় পক্ষের হোস্টিং সমস্যার কারণে ডাউনটাইম।

  • ক্লায়েন্টের অবহেলার কারণে ডেটা হারানো।

সেবা বাতিল

আমরা নিম্নলিখিত ক্ষেত্রে সেবা স্থগিত বা বাতিল করতে পারি:

  • ক্লায়েন্ট শর্তাবলী ভঙ্গ করলে।

  • সময়মতো পেমেন্ট না করলে।

শর্তাবলীর পরিবর্তন

আমরা যেকোনো সময়ে শর্তাবলী আপডেট করতে পারি। আপডেট এই পেজে প্রকাশ করা হবে নতুন তারিখসহ।

আমাদের সাথে যোগাযোগ

শর্তাবলী সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন: info@devwonderbd.com

কার্যকর তারিখ: ১৯ ডিসেম্বরে ২০২৪ থেকে।