Refund Policy

Eligibility for Refund

Refunds will only be considered under the following conditions:

  • Service Non-Delivery: If our team fails to deliver the agreed services within the specified timeline.

  • Technical Issues: If a critical technical error occurs that prevents the service from functioning as promised, and we are unable to resolve it within the given support period.

  • Duplicate Payment: If the client has been charged twice for the same service.

Refund Request Process

To request a refund, clients must:

  • Submit a written request to info@devwonderbd.com within 7 days of service completion or issue occurrence.
  • Include the following details in the email:
    1. Full Name & Contact Information
    2. Service Name & Order ID

    3. Reason for the Refund Request (with proof/screenshots if applicable)

Refund Review & Approval
  • Our team will review the refund request within 3-5 business days.

  • Additional information may be requested to verify the claim.

  • If approved, refunds will be processed within 7 business days to the original payment method.

Non-Refundable Services

Certain services are non-refundable, including but not limited to:

  • Domain registration and renewal charges

  • Hosting services after activation

  • Third-party tools or plugins purchased on behalf of the client

  • Completed design or development work already delivered

  • Paid advertisements (Google/Facebook Ads) after the campaign has started

Effective Date: This policy is effective as of 19-December-2024.
রিফান্ডের যোগ্যতা

নিম্নলিখিত ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে:

  • সার্ভিস প্রদান না হওয়া: আমাদের টিম নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী সার্ভিস প্রদান করতে ব্যর্থ হলে।

  • প্রযুক্তিগত সমস্যা: যদি এমন কোনো বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা হয় যা সমাধান করা সম্ভব হয়নি এবং সার্ভিস সঠিকভাবে কাজ করছে না।

  • ডুপ্লিকেট পেমেন্ট: যদি একই সার্ভিসের জন্য দুইবার পেমেন্ট কেটে নেয়া হয়।

রিফান্ডের আবেদন করার নিয়ম

রিফান্ডের জন্য ক্লায়েন্টকে অবশ্যই:

  • info@devwonderbd.com এ ইমেইল করতে হবে সার্ভিস সম্পন্ন হওয়ার বা সমস্যার ঘটনার ৭ দিনের মধ্যে

  • ইমেইলে নিম্নলিখিত তথ্য থাকতে হবে:

    1. পূর্ণ নাম ও যোগাযোগের তথ্য

    2. সার্ভিসের নাম ও অর্ডার আইডি

    3. রিফান্ডের কারণ (প্রমাণ বা স্ক্রিনশট থাকলে সংযুক্ত করতে হবে)

রিভিউ ও অনুমোদন প্রক্রিয়া
  • আমাদের টিম আবেদন পাওয়ার ৩-৫ কার্যদিবসের মধ্যে পর্যালোচনা করবে।

  • প্রয়োজনে অতিরিক্ত তথ্য চাইতে পারে।

  • রিফান্ড অনুমোদিত হলে, ৭ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট পদ্ধতিতে টাকা ফেরত দেওয়া হবে।

যেসব সার্ভিসে রিফান্ড প্রযোজ্য নয়

কিছু সার্ভিস রিফান্ডযোগ্য নয়, যেমন:

  • ডোমেইন রেজিস্ট্রেশন ও নবায়ন চার্জ

  • হোস্টিং সার্ভিস সক্রিয় হওয়ার পর

  • তৃতীয় পক্ষের টুল বা প্লাগইন কেনা

  • সম্পন্ন হওয়া ডিজাইন বা ডেভেলপমেন্ট কাজ

  • পেইড বিজ্ঞাপন (Google/Facebook Ads) ক্যাম্পেইন শুরু হওয়ার পর

কার্যকর তারিখ: এই নীতি কার্যকর হবে ১৯ ডিসেম্বরে ২০২৪ থেকে।